প্রশ্ন20 মসজিদে উভয় তলার মাঝে কোনো ফুটো নেই। শুধু মাইকে আওয়াজ শোনা যায়। প্রশ্ন হল, এক্ষেত্রে উপর তলার মুসল্লিদের নামায কি সহীহ হবে? প্রশ্ন19:ফজরের দুই রাকাত ফরযের পূর্বে সুন্নতের আগে বা পরে কাযা নামায পড়া যাবে কি? প্রশ্ন18: দুই রাকাত বিশিষ্ট ফরয নামাযে আত্তাহিয়্যাতু না পড়ে দাঁড়িয়ে গেলে তখন কী করণীয়? মনে পড়লে বসে পড়বে কি না? অনুগ্রহ করে জানিয়ে বাধিত করবেন।প্রশ্ন17:একদিন যোহরের ভুলে শুধু একটি সিজদা করি। স্মরণ হওয়ায় আমি সাহু সিজদা দিয়ে নামায শেষ করি। আমার এ নামায কি সহীহ হয়েছে,?
প্রশ্ন16: মসজিদে যাওয়ার সময় চড়ূই পাখির বিষ্ঠা গায়ে পরে নামাজ ঠিক হয়েছে??প্রশ্ন15 নামায শেষে ভাইয়া বললেন, ও তো ওখানে পেশাব করেছিল, তুমি তার উপরই জায়নামায বিছিয়ে নামায পড়েছ! ঐ জায়নামাযে আমার নামায কি শুদ্ধ হয়েছে?প্রশ্ন14:কাপড় পাক করার সময় বিসমিল্লাহ না বললে কি কাপড় পাকহয় না?প্রশ্ন13: কাপড় বা শরীর কি কুকুরের গায়ে লাগলে নাপাক হয়ে যায়?প্রশ্ন12: যে ঘরে সন্তান ভ‚মিষ্ট হয় সে ঘর কি চল্লিশ দিন নাপাক থাকে?
প্রশ্ন6: ইসলাম দাবা খেলার অনুমতি দেয়না কেন?
প্রশ্ন5: জুমআর নামায ফরজ না ওয়াজিব?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন