আদর্শ বিবাহ দাম্পত্য প্রশ্নঃ প্রশ্ন ২:

প্রশ্ন ২: আল্লাহকে সাক্ষী রেখে বিয়ে করলে বিয়ে হবে কিনা?

প্রশ্নঃ আমরা দু’জন দুজন কে কবুল করেছি আল্লাহকে সাক্ষি রেখে, কিন্তু আজ পর্যন্ত আমরা ছাড়া কেউ জানেনা। আমাদের বিয়েটা কি হয়েছে? আমরা দু’জন দু’জনকেই স্বামী স্ত্রী হিসেবে মেনে নিয়েছি। বিয়েটা কি হবে?
উত্তরঃ
بسم الله الرحمن الرحيم
আপনারা যেভাবে বিয়ে করেছেন, এভাবে বিয়ে হয় না। বিয়ের জন্য দু’জন বিবেকবান প্রাপ্তবয়স্ক পুরুষ অথবা একজন পুরুষ, দু’জন মহিলা সাক্ষীর সামনে ইজাব কবুল করা অত্যাবশ্যক। সাক্ষী ছাড়া বিয়ে শুদ্ধ হয়না। সুতরাং শরীয়তের দৃষ্টিতে আপনারা এখনো একে অপরের স্বামী স্ত্রী নন।
অতএব, নিজেদের স্বামী স্ত্রী মনে করা এবং সেরকম আচরণ করা কবিরা গোনাহ। পরকাল ও চিরস্থায়ী আজাবের কথা মাথায় রেখে এজাতীয় গোনহ থেকে বেচে থাকা অপরিহার্য।
শরয়ী দলীল
في صحيح ابن حبان رقم:4075 – أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ مِنْ أَصْلِ كِتَابِهِ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ يَحْيَى بْنِ سَعِيدٍ الْأُمَوِيُّ، حَدَّثَنَا حفص بن غياث، عن بن جُرَيْجٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ مُوسَى، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: “لَا نِكَاحَ إِلَّا بِوَلِيٍّ وَشَاهِدَيْ عَدْلٍ، وَمَا كَانَ مِنْ نِكَاحٍ عَلَى غَيْرِ ذَلِكَ فَهُوَ بَاطِلٌ، فَإِنْ تَشَاجَرُوا، فَالسُّلْطَانُ وَلِيُّ مَنْ لَا وَلِيَّ لَهُ” 1. [78:1
وفي مجمع الأنهر:كتاب النكاح[ج1ص386](وَ) شُرِطَ أَيْضًا (حُضُورُ) شَاهِدَيْنِ فَلَوْ تَزَوَّجَ امْرَأَةً بِشَهَادَةِ اللَّهِ تَعَالَى وَرَسُولِهِ لَا يَجُوزُ النِّكَاحُ
وفي الفتاوى التاتارخانية: كتاب النكاح(ج4ص36-37) وفي نصاب الذرائع: شرطه أن يكون كلا شطريه بحضور شاهدين حرين عاقلين بالغين مسلمين ,أو حضور رجل و امرأتين
প্রামাণ্য গ্রন্থাবলীঃ
১। সহিহ ইবনে হিব্বান, হাদীস নং-৪০৭৫
২। মাজমাউল আনহুর- ১/৩৮৬
৩। ফাতাওয়া তাতারখানিয়া-৪/৩৬,৩৯
৪। ফাতাওয়া হিন্দিয়া- ১/৩৩৩
৫। ফাতাওয়া শামী- ৪/৮৭
৬। আপকি মাসায়েল- ৫/৪৫

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন