১. ধূমপান করা

ধূমপান করা কি হালাল, মকরুহ নাকি হারাম ?

ইসলাম হচ্ছে একটি পরিপূর্ণ ধর্ম যেখানে আল্লাহ্ আপনাকে বলে দিয়েছে কিভাবে অাপনার জীবন পরিচালিত করতে হবে ( কোরআন এবং হাদীস এর আলোকে)।
ইহা আপনাকে বলে দিবে কোনটি ভালো এবং কোনটি খারাপ অর্থাৎ হালাল এবং হারাম।
আল্লাহ্ বলেছেনঃ
وَهَدَيْنَاهُ النَّجْدَيْنِ
"বস্তুতঃ আমি তাকে দু’টি পথ ( ভালো এবং খারাপ) প্রদর্শন করেছি।"
(সূরা আল বালাদ ৯০ আয়াত ১০)
তিনি আরো বলেনঃ
يَأْمُرُهُمْ بِالْمَعْرُوفِ وَيَنْهَاهُمْ عَنِ الْمُنْكَر
" তিনি তাদেরকে নির্দেশ দেন সৎকর্মের , বারণ করেন অসৎকর্ম থেকে" অর্থাৎ যা তোমাদের প্রতি বৈধ করা হয়েছে তা কর এবং যেসব জিনিস তোমাদের জন্য নিষিদ্ধ করা হয়েছে তা করা থেকে বিরত থাক।
(সূরা আল আ'রাফ ৭ আয়াত ১৫৭)
আপনি হয়তো বলতে পারেন ধূমপান তো আমাদের জন্য নিষিদ্ধ করা হয়নি।
তাহলে দেখুন আল্লাহ্ আরো বলেছেনঃ
وَلَا تُلْقُوا بِأَيْدِيكُمْ إِلَى التَّهْلُكَةِ
" তবে নিজের জীবনকে ধ্বংসের সম্মুখীন করো না।" অর্থাৎ নিজ হাতে নিজের জীবনকে ধ্বংসের মুখে ঠেলে দিওনা।
( সূরা আল-বাকারাহ ২ আয়াত ১৯৫)
বর্তমান পরিসংখ্যান অনুযায়ী প্রতি বছর ৬ মিলিয়নের বেশি লোক ধূমপানের কারনে মৃত্যুবরণ করে। আর ধূমপানের মাধ্যমে আপনি নিজ হাতে নিজের জীবনকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন। পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ মৃত্যুবরণ করে মাদকদ্রব্য সেবনের ফলে যার মধ্য ধুমপান ২য় স্থানে।
ধূমপানের কারনে মানুষ বিভিন্ন রোগে অাক্রান্ত হয় যা পরবর্তীতে মৃত্যুর কারন হয়ে দাড়ায়। যেমন ফুসফুসের ক্যান্সার, ফুসফুসেরর যক্ষ্মা, হৃদরোগ, স্ট্রোক, ডায়াবেটিস সহ আরো বিভিন্ন রোগের কারন।
ধূমপান শুধু আপনার শারীরিক নয় বরং আর্থিক ক্ষতিও করে থাকে। এরদ্বারা আপনার শরীরের কোন উপকারই হয় না একমাত্র ক্ষতি ছাড়া। সুতরাং এটি একটি অপচয় ছাড়া আর কিছুই নয়।
আল্লাহ্ বলেছেনঃ
وَآتِ ذَا الْقُرْبَىٰ حَقَّهُ وَالْمِسْكِينَ وَابْنَ السَّبِيلِ وَلَا تُبَذِّرْ تَبْذِيرًا إِنَّ الْمُبَذِّرِينَ كَانُوا إِخْوَانَ الشَّيَاطِينِ ۖ وَكَانَ الشَّيْطَانُ لِرَبِّهِ كَفُورًا
" কিছুতেই অপব্যয় করো না। নিশ্চয় অপব্যয়কারীরা শয়তানের ভাই।"
(সূরা বনী-ইসরাঈল ১৭ আয়াত ২৬-২৭)
দেখেনিন ধূমপানের আরো কিছু অপকারীতা।
# ধূমপান শুধু নিজের নয় বরং আপনার পরিবারের সকল সদস্য এবং আপনার অাশেপাশের সকল লোকজনের ক্ষতি করে থাকে।
# আপনি ধুমপান করার কারনে আপনার আশেপাশের লোকজন বিশেষভাবে যুবসমাজ আপনার কাছ থেকে উৎসাহিত হয়ে ধূমপানে অাসক্ত হয়ে পড়ে।
# ধূমপানে অাসক্ত ব্যক্তি রোজা রাখা থেকে বিরত থাকে।
# ধূমপায়ী ব্যক্তির কাছ থেকে একধরনের দুর্গন্ধ বের হয় যা তাকে মসজিদে বা জমায়াতে নামাজ পড়া থেকে বিরত রাখে।
# ধূমপানের মাধ্যমে মানুষ তার নেশাগ্রস্ত জীবনের সূচনা করে থাকে যার শেষ হয়, মদ, গাজা ও হেরোইন সহ অন্যান্য নেশাজাতীয় দ্রব্যর মাধ্যমে।
উপরের আলোচনার পর এটা পরিষ্কার যে ধূমপান করা হারাম। এবং এটি শারীরিক, অার্থিক, সামাজিক ও ধার্মিক সব দিক দিয়ে আপনার ক্ষতি করে।
যদি কেউ ধুমপানে গভীরভাবে অাসক্ত হয়ে পড়েছেন ছাড়তে পারছেননা তাহলে আল্লাহর কাছে দোআ করুন যাতে তিনি আপনাকে সকল নেশা জাতীয় দ্রব্য থেকে দুরে রাখে এবং সঠিক পথ প্রদর্শন করেন। আমিন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন